Logo
Logo
×

খেলা

দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১১:০৭ পিএম

দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে তাই ধবলধোলাইয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা।

টাইগারদের টিম ম্যানেজমেন্ট শেষ দুই টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে। নতুন ঘোষিত দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মোস্তাফিজুর রহমান। বুধবার এক বিবৃতিতে টাইগারদের স্কোয়াডে এই পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি।

এদিকে, শেষ দুই ম্যাচে শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে । যদিও বাজে পারফর্ম করলেও আরও সুযোগ পাচ্ছেন লিটন দাস।

অন্যদিকে, প্রথম তিন ম্যাচে খেলার সুযোগ না পেলেও স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে আফিফ হোসেন ও পারভেজ হোসেনকে।

এর আগে আইপিএল থেকে ফেরা মোস্তাফিজকে বিশ্রাম, ডিপিএল খেলতে প্রথম তিন ম্যাচে সাকিবকে ছুটি এবং চোটের পুনর্বাসনের কারণে দলে ছিলেন না সৌম্য।

আগামী ১০ ও ১২ মে বাংলাদেশ-জিম্বাবুয়ে মিরপুর শের-ই বাংলায় চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন