Logo
Logo
×

রাজনীতি

ইলিয়াস কাঞ্চনের ‘জনতা পার্টি বাংলাদেশ’ দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০১:৩০ পিএম

ইলিয়াস কাঞ্চনের ‘জনতা পার্টি বাংলাদেশ’ দলের আত্মপ্রকাশ

‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে একটি নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। এই দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, আর মহাসচিব হয়েছেন সাংবাদিক ও সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদ।

শুক্রবার সকাল ১১টা পেরিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন দলের ঘোষণা দেওয়া হয়। দলের মূল স্লোগান— “গড়বো মোরা ইনসাফের দেশ”।

অনুষ্ঠানে দলের নাম ও ঘোষণাপত্র পাঠ করেন শওকত মাহমুদ। তিনি বলেন, "বাংলাদেশের ইতিহাসে গণআন্দোলনের পথ ধরেই নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে। সময়ের দাবি মেটাতেই এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমাদের লক্ষ্য— গণতন্ত্রকে এগিয়ে নেওয়া, ইনসাফ প্রতিষ্ঠা করা এবং বৈষম্য-ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।”

২৭ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা:

দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ২৭ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়, যার নেতৃত্বে রয়েছেন ইলিয়াস কাঞ্চন।

 তিনি 'নিরাপদ সড়ক চাই (নিসচা)' আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবেও সুপরিচিত।

ঘোষিত কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন:

নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র: গোলাম সারোয়ার মিলন

ভাইস চেয়ারম্যান: রফিকুল হক হাফিজ, ওয়ালিউর রহমান খান, রেহানা সালাম, মো. আবদুল্লাহ, এম এ ইউসুফ, নির্মল চক্রবর্তী

সিনিয়র যুগ্ম মহাসচিব: এম আসাদুজ্জামান

যুগ্ম মহাসচিব: এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, নাজমুল আহসান

সমন্বয়কারী: নুরুল কাদের সোহেল

সাংগঠনিক সম্পাদক: মুরাদ আহমেদ

প্রযুক্তিবিষয়ক সম্পাদক: গুলজার হোসেন

প্রচার সম্পাদক: হাসিবুর রেজা কল্লোল

উপদেষ্টা ও সম্মানিত সদস্য:

দলের উপদেষ্টা পরিষদে রয়েছেন শাহ মো. আবু জাফর, মেজর (অব.) মুজিব, ডা. ফরহাদ হোসেন মাহবুব, ইকবাল হোসেন মাহমুদ, জাফর ইকবাল সিদ্দিকী, আউয়াল ঠাকুর, তৌহিদা ফারুকী এবং মামুনুর রশীদ।

সম্মানিত সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মেজর (অব.) ইমরান ও কর্নেল (অব.) সাব্বির।

এই নতুন দলের আত্মপ্রকাশ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। জনকল্যাণ ও ইনসাফের ভিত্তিতে দলটি আগামী দিনগুলোতে কী ধরনের কর্মসূচি নেয়, সেদিকে এখন সবার দৃষ্টি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন