Logo
Logo
×

রাজনীতি

আবারও রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৩০ পিএম

আবারও রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত

আবারও রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার (১৮ এপ্রিল) উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় এই মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তরের উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনের নেতৃত্বে এই মিছিল করা হয়। মিছিলে অংশ নেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় তাদেরকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে, গত ১৫ এপ্রিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনামের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে প্রতিবাদী মিছিল করে আওয়ামী লীগ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন