Logo
Logo
×

রাজনীতি

আ. লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৮:২৬ পিএম

আ. লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে ছাত্র-জনতার ব্যানারে মিছিল ও বিক্ষোভ হয়েছে। আজ শুক্রবার (১৮ মার্চ) বিকালে উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে মিছিল শুরু হয়।

জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের ব্যানারে মিছিলে অংশ নেন শতাধিক মানুষ। মিছিলটি হাউজ বিল্ডিং এলাকা ঘুরে জসিমউদদীন এভিনিউয়ে যায়। সেখান থেকে রাজলক্ষ্মীর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

আয়োজকরা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যপারে অন্তর্বর্তী সরকারের কোনো রকম কঠোর তৎপরতা দেখা যাচ্ছে না। যার কারণে প্রায়ই তারা জনসমক্ষে মিছিল করছে রাজধানীসহ বিভিন্ন জায়গায়। এসব অপতৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ছাত্র-জনতা।

এ সময় দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। একই সঙ্গে আজ উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে যারা মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

জুলাই অভ্যুত্থানের উর্বর ভূমি উত্তরায় গণহত্যায় জড়িত কাউকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তারা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন