Logo
Logo
×

রাজনীতি

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ পিএম

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগেই চায় জামায়াতে ইসলামী। আজ বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বৈঠক শেষে সফররত মার্কিন প্রতিনিধি দলকে এ কথা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতিতে তারা আস্থা রাখতে চান। তবে, জুনের দিকে প্রাকৃতিক নানা দুর্যোগ থাকায় সেসময় নির্বাচন করার মতো পরিবেশ থাকবে না। তাই ২০২৬ সালের রমজান মাসের আগে নির্বাচন করতে হবে।

জামায়াত আমির বলেন, রাজনৈতিক দল হিসেবে তারা আমাদের সঙ্গে বৈঠকে বসেছে। আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি কি! তারা জানতে চেয়েছে নির্বাচন কবে হবে, কীভাবে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে ইকোনমিক পলিসি ও ফরেন পলিসি কি হবে সেটা জানতে চেয়েছে। রিজিয়নের বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছে। আমরা এসব বিষয়ে খোলামেলা কথা বলেছি। তারা মাইনরিটি, ওয়েমন রাইটস, লেবার রাইটস নিয়ে কথা বলেছে।

জামায়াত আমির আরও বলেন, আমরা তাদের অনুরোধ করেছি, আমাদের দেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই সময় আমেরিকার পক্ষ থেকে যে ৩৭ শতাংশ ট্যারিফ আরোপ করেছে সেটা যেন তারা পুনর্বিবেচনা করে। আমরা আশা করি তারা এটুকু সহযোগিতা আমাদের করবেন।

জামায়াত আমির বলেন, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামায়াত। একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচন করার প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছেন।

নির্ধারিত সময় আজ বুধবার বেলা ২টায় জামায়াতের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক শুরু হয়। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক হয় প্রতিনিধি দলের। আর বিকেল ৪টায় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ দলটির প্রতিনিধি দল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন