বিএনপির পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটিতে যুক্ত হলেন ড. সাইমুম পারভেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:০৬ পিএম
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক কমিটিতে স্পেশাল অ্যাসিস্টান্ট হিসেবে যুক্ত হলেন রাজনৈতিক যোগাযোগবিষয়ক শিক্ষক, গবেষক, বিশ্লেষক ও লেখক ড. সাইমুম পারভেজ। আজ সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। পাশাপাশি তিনি বিএনপির গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন (বিএনআরসি) টিমেও কাজ করতে পারেন বলে জানিয়েছেন।
ড. সাইমুম পারভেজ ফেসবুক পোস্টে লেখেন, 'গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নানা কার্যক্রমে জড়িত ছিলাম। আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি যে, আমি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছি। আমি দলটির পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটিতে কাজ করবো।'
ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়ার ছেলে।
ড. সাইমুম পারভেজের লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য, তারেক রহমান: সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা, বাংলাদেশে সন্ত্রাসবাদ এবং পতনের পূর্বাপর।