Logo
Logo
×

রাজনীতি

অবিলম্বে অবাধ জাতীয় নির্বাচনের দাবি—টোকিওতে বিএনপির মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০১:১২ পিএম

অবিলম্বে অবাধ জাতীয় নির্বাচনের দাবি—টোকিওতে বিএনপির মতবিনিময় সভা

অবিলম্বে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি জাপান শাখা। দলটির আয়োজনে টোকিওর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অবাধ নির্বাচনের অপরিহার্যতা তুলে ধরেন।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে সফররত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফার ভিত্তিতে জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনই বিএনপির মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের জন্য অবিলম্বে একটি অবাধ জাতীয় নির্বাচন প্রয়োজন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা ড. জিয়উদ্দিন হায়দার। তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

সভায় সভাপতিত্ব করেন জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন মিঠু, ফয়সাল সালাহউদ্দিন, এবং কাজী এনামুল হক ইকবাল।

বক্তারা বলেন, দেশে গনতান্ত্রিক পরিবেশ না থাকায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো জরুরি। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশে অবাধ নির্বাচনের জন্য বিশ্ব জনমত গড়ে তোলাও এখন সময়ের দাবি।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন