জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলের নেতাদের আলোচনার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:৫৪ পিএম

দেশের রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসুন আমরা আলোচনা শুরু করি। জনগণের যে প্রত্যাশা ও চাওয়া, তাদের যে মূল লক্ষ্য ও উদ্দেশ্য- সেগুলো আমরা কীভাবে বাস্তবায়ন করতে পারি তার সমাধান বের করি। আজ রবিবার (২৩ মার্চ) রাজধানীর বিজয়নগরে ফারস হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, পলাতক স্বৈরাচার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে মেরামত করতে হবে। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ এবং জনগণকে ঘিরে। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এদেশের জনগণ। তাই রাষ্ট্রের এই বিষয়গুলো যদি মেরামত না করি, এদেশ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব না। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তুলতে সক্ষম হব না।
তারেক রহমান বলেন, জুলাই-আগস্টে জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণের সমর্থন ছিল বলেই শেখ হাসিনার মতো একজন মাফিয়াকে এদেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। ওই আন্দোলনে জনগণ রাজপথে বেরিয়ে এসে তারা রাজনৈতিক দলগুলোর পাশে দাঁড়িয়েছে। দল-মত-নির্বিশেষে সবাই সমর্থন দিয়েছে। একটি পরিবর্তন হতে হবে সেই প্রত্যাশায় তারা নিজেদের উৎসর্গ করেছে। নিশ্চয় জনগণের সেখানে একটি প্রত্যাশা আছে। কেনো তারা এই পরিবর্তন চেয়েছে? তারা অনেক কিছু প্রত্যাশা করে রাজনৈতিক দলগুলোর কাছে।’
তারেক রহমান বলেন, এই বাংলাদেশটি স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে। স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে গণতন্ত্রকে ব্যাহত করেছেন অনেকেই।