Logo
Logo
×

রাজনীতি

কোনোভাবেই আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: নাসির উদ্দীন পাটোয়ারী

Icon

ইউএনবি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:৩৫ পিএম

কোনোভাবেই আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: নাসির উদ্দীন পাটোয়ারী

রিফাইন্ড হোক, কিংবা অন্য যেকোনোভাবেই হোক না কেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী। আজ রবিবার (২৩ মার্চ) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে দলটির শ্রমিক শাখা গঠনের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন দলটির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম। এ নিয়ে সামাজিকমাধ্যমে নেতিবাচক মন্তব্য পড়ছে। এ সম্পর্কে জানতে চাইলে নাসিরউদ্দিন পাটওয়ারী বলেন, ‘এনসিপি নেতাদের মধ্যে কোনো দূরত্ব কিংবা বোঝাপড়ার জায়গায় কোনো ঘাটতি নেই। তবে একটি বড় অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আন্দোলন ও রাজনৈতিক জায়গা—দুটোই আলাদা। সেই জায়গা থেকে এই গণঅভ্যুত্থানের ছাত্ররা নিজেদের রাজনৈতিক জায়গায় রূপান্তর করছেন।’

তিনি আরও বলেন, ‘সেখান থেকে যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমাসুন্দর দেখার অনুরোধ করছি। ফেসবুকে যেসব মন্তব্য পড়েছে, সেগুলো মূল্যায়ন করে আমরা দেখেছি, আমাদের ওপর মানুষের প্রত্যাশা অনেক উঁচু। সে ক্ষেত্র থেকে তারা আমাদের পরামর্শ দিয়ে থাকেন। আমরা সেই পরামর্শ নেই।’

শুরুতেই এমন হোঁচট খেলে আপনাদের দলের ভবিষ্যৎ কী—প্রশ্নে তিনি বলেন, “হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট রাজনৈতিক ও সেনা অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে আমরা বলতে চাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হয়ে থাকে। যে বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট না, সেগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করি। কিন্তু যখন দল গঠন হয়েছে সেক্ষেত্রে আমি বলেছি, মিটিং নিয়ে জনগণের কাছে যখন বলা হবে, তখন অপরপক্ষের সম্মতির একটি বিষয় আছে। সেই জায়গা থেকে আমি বিষয়টি ‘শিষ্টাচারবহির্ভূত’ বলেছি।”

ক্যান্টনমেন্টের বৈঠকটি হাসনাত ও সার্জিসের বৈঠক ছিল, নাকি এনসিপির বৈঠক ছিল? যদি ব্যক্তিগত বৈঠক হয়, তাহলে আপনারা কী অবগত ছিলেন? জানতে চাইলে এই ছাত্রনেতা বলেন, ‘তারা বৈঠক সম্পর্কে আমাদের অবগত করেছিলেন। তবে বিষয়টি নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। এ নিয়ে একটি বৈঠক হওয়ার কথা আছে, তারপরে সবাইকে বিষয়টি স্পষ্ট করব।’

তিনি বলেন, ‘তবে দলীয় কিছু মানুষ এই বৈঠক সম্পর্কে জানতেন। কিন্তু ওখানে যে কথা হয়েছিল, সবগুলো সবার কাছে প্রকাশ করা হয়নি। কেন বৈঠক হয়েছিল, সে বিষয়ে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন।’

হাসনাত যে কথাগুলো লিখেছেন, সেগুলো সেনাসদর থেকে ‘অবান্তর’ বলে মন্তব্য করা হয়েছে— এ বিষয়ে মতামত জানতে চাইলে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ‘যে আলোচনা হয়েছে, সেটার কোনো সমাধান আসেনি। আবার বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলে যাচ্ছেন। আবার সেনাসদর থেকে যে বক্তব্য এসেছে, সেটা কোনো মুখপাত্রের মাধ্যমে আসেনি। আইএসপিআর থেকে এমন কোনো বক্তব্য আসেনি।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন