Logo
Logo
×

রাজনীতি

আ. লীগ পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৮:২২ পিএম

আ. লীগ পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে : নাহিদ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হতে দমন করা হবে।

আজ শনিবার (২২ মার্চ) এনসিপির লালবাগ জোন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের ফসল হিসাবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১ কারণে। বাংলাদেশে নতুন করে আর কখনো এক এগারো হতে দেওয়া হবে না। এই মাটিতে জুলাই হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। আবার সেই প্রশাসনকেই জনগণের ওপর ব্যবহার করেছে তারা। সামরিক কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন