Logo
Logo
×

রাজনীতি

রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব নিয়ে আমরা সন্দিহান : হাসনাত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:৫৪ পিএম

রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব নিয়ে আমরা সন্দিহান : হাসনাত

সংবাদ সম্মেলনে কথা বলেন হাসনাত। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবীদদের হাতে থাকা উচিত।

আজ শুক্রবার (২১ মার্চ) রাতে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

হাসনাত বলেন, চলমান রাজনৈতিক ঘটনাপ্রবাহতে আমরা উদ্বীগ্ন। রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব নিয়ে আমরা সন্দিহান। আমাদের সাথে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কথা হয়েছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা।

তিনি বলেন, পরবর্তী রাজনীতি কোনদিকে যাবে এটি রাজনীতিবিদদের সিদ্ধান্ত। সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। সেই জায়গায় সন্দিহান বলেই আমি এ বিষয়ে কথা বলেছি।  

হাসনাত আরও বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ গণহত্যা চালানোর দোষ স্বীকার করেনি। আওয়ামী লীগের আগে দল হিসেবে তাদের বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোনো আলোচনা হলেও হতে পারে। এর আগে কোনো আলোচনা অসম্ভব। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নাম মার্কা এবং আদর্শ এই তিনটিই অপ্রাসঙ্গিক।

১১ তারিখের মিটিং এ হাসনাতকে ডেকে নেওয়া হয়েছিল কিনা প্রশ্নে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে এসব বিষয়ে আলোচনার জন্য সেখানে ডেকে নেওয়া হয়েছিল।

পোস্ট দেওয়ার পর তিনি নিরাপত্তা ঝুঁকিতে আছেন কিনা প্রশ্নে তিনি বলেন, যতক্ষণ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল ও ঐক্যবদ্ধ আছি ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা ঝুঁকি অনুভব করছি না।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন