Logo
Logo
×

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:৩৮ পিএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ছবি: সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার (২১ মার্চ) রাত ৮টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের ১৫ তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জয়নাল আবেদীন শিশির জানান, রাজনীতি ও দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করেছে এনসিপি। দলের কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত থাকবেন।

এর আগে এক বিজ্ঞপ্তিতে সন্ধ্যা ৭টায় ওই সংবাদ সম্মেলন আয়োজনের কথা জানিয়েছিল দলটি। পরে আরেকটি বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তনের কথা উল্লেখ করে জানানো হয়, রমজানের ব্যস্ততার কথা বিবেচনায় এনসিপির সংবাদ সম্মেলনটি ১ ঘণ্টা পেছানো হয়েছে। ফলে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৮টার দিকে একই স্থানে ওই সংবাদ সম্মেলন শুরু হবে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন