সাবেক সামরিক কর্মকর্তা ও আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ

‘জনতার দল’র আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
দেশে ‘জনতার দল’ নামে নতুন আরেকটি দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাবেক সামরিক কর্মকর্তা, সরকারি আমলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নিয়ে এ নতুন দলটির গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দলের আত্মপ্রকাশের ঘোষণা করা হয়। দলটির চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের স্লোগান ‘ইনসাফ জিন্দাবাদ’।
এদিকে, নতুন আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাইয়ে গণঅভ্যুত্থানে আহতদের কয়েকজনকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে চেয়ারম্যান শামীম কামাল বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিগত দিনের ইতিহাস দেখেছি তারা সময় শেষ হওয়ার আগেই পালিয়ে যেতে বাধ্য হয়। সব রাজনৈতিক দলগুলো যেদিকে চলে সে স্রোতের বিপরীতে গিয়ে চলতে চাই।