Logo
Logo
×

রাজনীতি

গ্রীন রোডে কলাবাগান ছাত্রদলের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১১:৪০ পিএম

গ্রীন রোডে কলাবাগান ছাত্রদলের ইফতার বিতরণ

ইফতার সামগ্রী বিতরণ চলাকালীন একটি চিত্র। ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানা ছাত্রদলের পক্ষ থেকে গ্রীন রোডের প্রায় ৭০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার (১০ মার্চ) বিকালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের নির্দেশনায় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের অধীনস্থ কলাবাগান ছাত্রদলের নাঈমুর রহমান দূর্জয়ের নেতৃত্বে এই ইফতার বিতরণ করা হয়। 

এ সময় নাঈমুর রহমান দূর্জয় বলেন, মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের সারথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘জনগণের সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন’-এর  ধারাবাহিকতায় আমাদের এ ক্ষুদ্র আয়োজন। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের  ভোটাধিকার হরণ করা হয়েছে। আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাই আমরা অন্তর্বর্তী সরকারের কাছে উদাত্ত  আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের। 

দূর্জয় বলেন, একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব বিদ্যমান সংকট এবং সংস্কারের মাধ্যমে দেশের অস্থিরতা অবসান ঘটানোর। 

আগামী নির্বাচনে জনগণের সেবা করার জন্য বিএনপিকে সুযোগ দেওয়ার, আগামী নির্বাচনে ধানের শীষ মাকায় ভোট দেওয়ার আহ্বানও জানান ছাত্রদলের এই নেতা। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন