নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান ইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৫:৩৮ পিএম
আরো পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন দিতে নতুন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ এপ্রিলের মধ্যে এই আবেদন চাওয়া হয়েছে।
আজ সোমবার রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮-এ উল্লেখিত নিবন্ধনের শর্ত পূরণে সক্ষম দলের আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯০ক ধারা অনুযায়ী নির্বাচন কমিশনে নতুন রাজনৈতিক দল নিবন্ধিত হয়। কোনো দল ইসিতে নিবন্ধিত হলে তারা নিজস্ব প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।
নিবন্ধিত হতে ইচ্ছুক রাজনৈতিক দলকে অবশ্যই তার আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।