জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নেতৃত্বে নাহিদ-আখতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম
-67c1954a4a23e-(1)-67c1af95df34f.jpg)
নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য mসচিব হিসেবে রয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আখতার হোসেন।
আজ শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে
শহীদ রাব্বির বোন নতুন দলের আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন। এরপর সদস্যসচিব আখতার হোসেন আংশিক কমিটি ঘোষণা দেন।
শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। কোরআন তেলাওয়াতের পর গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়।
অনুষ্ঠান বিভিন্ন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।