জাতীয় নাগরিক পার্টির (NCP) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আজ

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (NCP)। আজ শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক বিশাল জমায়েতের মধ্য দিয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করা হবে। তরুণ নেতৃত্বের ওপর ভর করে গঠিত এই দলটি গণতন্ত্র, সুশাসন ও রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছে।
নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গতকাল রাজধানীর বাংলামোটরে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে দলের শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত করা হয়। জানা গেছে, নাহিদ ইসলাম আহ্বায়ক ও আখতার হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব নেবেন। এছাড়া, নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আবদুল হান্নান মাসউদ যুগ্ম সমন্বয়ক, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম যথাক্রমে দক্ষিণ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং সালেহউদ্দিন সিফাত দপ্তর সম্পাদক হবেন।
এনসিপির আত্মপ্রকাশ উপলক্ষে বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, জেএসডি, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলটির নেতারা বলেছেন, তারা মধ্যপন্থী রাজনৈতিক ধারা অনুসরণ করবেন এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ভবিষ্যতের রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন। তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন গতি আনাই তাদের মূল লক্ষ্য।
দল ঘোষণার দিনই আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করা হবে, তবে গঠনতন্ত্র পরবর্তী সময়ে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ বাংলাদেশ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে কি না, তা সময়ই বলে দেবে।