Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের প্রস্তুতি সামনে রেখে বিএনপির বর্ধিত সভা শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৩ এএম

নির্বাচনের প্রস্তুতি সামনে রেখে বিএনপির বর্ধিত সভা শুরু

দীর্ঘ সাত বছর পর বৃহৎ পরিসরে বর্ধিত সভায় বসেছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের ভোটকেন্দ্রিক পরিকল্পনা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার উদ্বোধন করা হয়।  

লন্ডন থেকে ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় সাড়ে তিন হাজার নেতা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, নির্বাহী কমিটি, মহানগর ও জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ তৃণমূলের নেতারা উপস্থিত রয়েছেন।  

সভায় দলের রাজনৈতিক কৌশল নির্ধারণ, সাংগঠনিক পুনর্গঠন এবং নির্বাচনী প্রস্তুতির বিষয়ে আলোচনা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য দেন, এরপর শোক প্রস্তাব পাঠ করেন রুহুল কবির রিজভী।  

দলীয় ইতিহাস ও ছাত্র-জনতার আন্দোলন নিয়ে প্রামাণ্যচিত্র ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ প্রদর্শিত হয়। মধ্যাহ্ন ভোজের পর রুদ্ধদ্বার অধিবেশনে নেতাকর্মীদের মতামত নেওয়া হবে।  

এলডি ভবনের সামনে সুসজ্জিত প্যান্ডেল স্থাপন করা হয়েছে, যেখানে দলের ৩১ দফা সংস্কার কর্মসূচি তুলে ধরা হয়েছে। সভার শেষ পর্যায়ে তারেক রহমান নীতিনির্ধারণী বক্তব্য দেবেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন