Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন নিয়ে কোনো বিভাজন যাতে তৈরি না হয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০ পিএম

নির্বাচন নিয়ে কোনো বিভাজন যাতে তৈরি না হয়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পেরেছি। এখন আমাদের সতর্ক থাকতে হবে। দায়িত্বশীল আচরণের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচন নিয়ে যাতে কোনো বিভক্তি বা বিভাজন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় শামা ওবায়েদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের মুক্ত চিন্তা করা প্রয়োজন। কারও সাথে মতের মিল নাই হতে পারে। কিন্তু তার মত প্রকাশে জন্য নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ করতে দেখা যায়। নতুন প্রজন্মেকে ইতিবাচক মনোভাব নিয়ে ভাবতে হবে।

তিনি আরও বলেন, ইচ্ছে করলেই সঠিক ইতিহাস মুছে ফেলা যায় না। জিয়াউর রহমানের ভাষণ ও দেশ পরিচালনায় অসাধারণ প্রজ্ঞা নিয়ে গবেষণা করার শেষ নেই। খালেদা জিয়াও স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে গেছেন। কোনো আপস না করে তারেক রহমান জনগণকে নেতৃত্ব দিয়েছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন