‘তারেক রহমান: সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম

‘তারেক রহমান: সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন এই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।
আলোচক হিসেবে ছিলেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ এবং লেখক ও সাংবাদিক এনসান মাহমুদ। স্বাগত বক্তব্য দেন আদর্শের প্রকাশক মাহবুব রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
প্রকাশনা অনুষ্ঠান শেষে বইমেলা পরিদর্শন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল ও শিক্ষক-গবেষক ড. সাইমুম পারভেজের সম্পাদনায় বইটি প্রকাশিত হয়েছে আদর্শ প্রকাশনী থেকে। বইটি একুশে বইমেলায় আদর্শ প্রকাশনী, প্যাভিলিয়ন নাম্বার~২৬-এ পাওয়া যাচ্ছে।
১১০ পৃষ্ঠার এই বইয়ে উঠে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বিভিন্ন তথ্য ও স্থিরচিত্র।
তারেক রহমানকে শারীরিক নিপীড়ন, তার বিরুদ্ধে কথিত দুর্নীতির ভুয়া অভিযোগ, একুশে আগস্টে গ্রেনেড হামলায় জড়িত করার অপচেষ্টা এবং জঙ্গিবাদের সাথে ভুয়া যোগসূত্র তৈরির অপচেষ্টার জবাব তথ্য ও প্রমাণসহ তুলে ধরা হয়েছে এই বইয়ে।
রাজনীতিতে আসার ইতিহাসের পাশাপাশি ২৪-এর গণঅভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা এবং বিএনপির ৩১ দফায় তার ভূমিকাসহ ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় তার দেওয়া নির্বাচিত কয়েকটি ভাষণও স্থান পেয়েছে বইয়ে।
এছাড়া এই বইয়ে স্থান পেয়েছে তারেক রহমানের এক্সক্লুসিভ দুইটি দীর্ঘ সাক্ষাৎকার। যে সাক্ষাৎকারে তারেক রহমানের রাজনীতি এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন অজানা বিষয় জানা যায়।