Logo
Logo
×

রাজনীতি

আজহারুলকে মুক্তি না দিলে বর্তমান সরকারকে বিদায় নিতে হবে: ডা. তাহের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম

আজহারুলকে মুক্তি না দিলে বর্তমান সরকারকে বিদায় নিতে হবে: ডা. তাহের

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। আজহারুল ইসলামের রায় বাংলাদেশের ট্রাইব্যুনাল কিংবা সুপ্রিম কোর্ট থেকে ঘোষিত হয়নি। এই রায় ঘোষণা হয়েছে মোদি সরকারের গোপন অন্ধকার কক্ষ থেকে।

আজ মঙ্গলবার বেলা ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এসব কথা বলেন।

ডা. তাহের আরও বলেন, মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। কামারুজ্জামানের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। আমাদের সব নেতার ফাঁসি জেল-জুলুম সবই শেখ হাসিনার মাধ্যমে ভারত বাস্তবায়ন করেছে। আমরা ভারতকে মানি না। আমরা মানি বাংলাদেশকে। আমরা মাত্র আন্দোলন শুরু করেছি। ভালোয় ভালোয় আজহারুল ইসলামকে ছেড়ে দিন। না হয় আপনাদের বিদায় নিতে হবে।

তিনি বলেন, এ সরকারের ভেতরে ভারতের দালাল ঢুকে গেছে। চেয়েছিলাম যেন এ সরকারের বিরুদ্ধে বক্তব্য দিতে না হয়। কারণ এ সরকারকে আমরাই বসিয়েছি; কিন্তু আমরা দেখছি এই সরকারের ভেতরও ভারতীয় ভূতের আসর ভর করে আছে। এ সরকারের ভেতরেও ভারতের দালাল ঢুকে পড়েছে। সুতরাং যারা এখনো ষড়যন্ত্র করে ভারতের আধিপত্যবাদ টিকিয়ে রাখার চেষ্টা করবেন- তাদের পরিণতি শেখ হাসিনার চেয়ে জঘন্য হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন