Logo
Logo
×

রাজনীতি

‘ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে নির্বাচনই একমাত্র পথ’

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম

‘ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে নির্বাচনই একমাত্র পথ’

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে গণতন্ত্রে পৌঁছানো যায়। সে লক্ষে নতুন করে আরেকটা সংগ্রাম শুরু করতে হবে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি ভয়ংকর সময় আমরা পার করে এসেছি। প্রায় ১৫ বছর একটি পাথর বুকের উপর চাঁপা দিয়েছিল। সেই পাথর এদেশের প্রতিষ্ঠানগুলোকে দানবের মতো ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, দেশের তরুণরা ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের নতুন করে বাংলাদেশ নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সেই সুযোগ আমাদের গ্রহণ করে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে যেনো নতুন বাংলাদেশ দেখতে পাই।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন