Logo
Logo
×

রাজনীতি

একাত্তরে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চাওয়া গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে: দুদু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম

একাত্তরে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চাওয়া গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে: দুদু

১৯৭১ সালে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চাওয়া গোষ্ঠী এখন পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘এক শ্রেণির মানুষ বলছে-জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। খুঁজে দেখুন-এ কথাগুলো সেই গোষ্ঠীর কাছ থেকে আসছে, যারা ১৯৭১ সালে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছিল। এদের ভোট ২-৩ শতাংশের বেশি নয়। তাঁরা আগে ইসলামী বিপ্লবের কথা বলত, এখন তারা ভোটের রাজনীতিতে প্রবেশের চেষ্টা করছে। তবে সুস্থ নির্বাচন চায় না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘তারা ব্যাংক, কোচিং সেন্টার এমনকি বিশ তলা হাসপাতাল পর্যন্ত দখল করে ফেলেছে। এখন তারা আরও সক্রিয় হয়ে উঠেছে। তাই গণতন্ত্রপ্রেমীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘একটি গোষ্ঠী সব সময়ই স্বপ্ন দেখে যে, এক মাসের মধ্যেই সরকার পরিবর্তন হয়ে যাবে, বিপ্লব ও গণ-অভ্যুত্থান ঘটে যাবে। অথচ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। বর্তমান সরকারপ্রধানও অতীত থেকে শিক্ষা না নিয়ে শুধুমাত্র সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে সীমাবদ্ধ রয়েছেন।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন