-67aca98fd7e73.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আ.লীগ থাকবে, না হয় আমরা থাকব। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাদিক রহমান খান নামের এক ব্যক্তির পোস্ট শেয়ার করে এ কথা লেখেন হাসনাত।
এর আগে এদিন ফেসবুকে ‘#ব্যান আওয়ামী লীগ’ লিখে পোস্ট করেন হাসনাত।
বুধবার পৌনে ৪টায় হাসনাত আব্দুল্লাহ আরেক পোস্টে লেখেন, আয়নাঘর, হাসিনার হত্যা, পালটা বিপ্লবে আমার ভাই শহিদ কাশেমের মৃত্যু হয়েছে। অনেক হয়েছে আর না। এখন আর কোনো পিছুটান নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
সাদিক রহমান খান ফেসবুক পোস্টে লিখেছিলেন, আয়নাঘরের প্রতিশোধ আমরা আজকেই চাই। আজ এই আর্তনাদ স্লোগানের আগুন হয়ে ঝড়বে।সেই আগুনে আজ আওয়ামীলীগ নামের এই দানবটাকে পুড়াইয়া ফেলতে হবে। ৫ জুলাই এর পর আওয়ামী লীগ আজ আমার আরো এক ভাইকে শহীদ করে দিয়েছে গাজীপুরে। এই রক্তের হিসাব আজ সরকারকে দিতে হবে।
তিনি আরও লেখেন, কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা হবে। এরপর কফিন নিয়ে সেই কফিন রাখবেন ইন্টেরিম সরকারের দরবারে।
আজ এই রক্তের হিসাব না করে কোন লাশ দাফন হবে না। এই রক্তের বদলা হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ যদি না করা হয়, যদি আর এক মুহূর্ত দেরি করা হয়, যদি কোন ধানাই পানাই এর চেষ্টা করা হয়, তাইলে আমরাও বুক পাইতা দিবো। হয় আওয়ামীলীগ থাকবে নাহয় আমরা থাকবো। এর বাইরে সেকেন্ড কোন অপশন নাই।
তিনি আরও লেখেন, গত ৬ মাস আমরা ঘুমাই না। গত ৬ মাস এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন নিয়ে আমরা বেঁচে আছি। আজ আবারও আমাদের কাঁধে আমার ভাইয়ের লাশ। এরপরে আর কোন কথা থাকতেই পারে না। আওয়ামীলীগ নিষিদ্ধ করে আমাদের এই দুঃস্বপ্নের শেষ করেন। নাহলে সরকারে থাইকা কেমনে আরামে ঘুমান, সেইটা আমরা দেইখা নিবো। আমাদের জিততেই হবে। ফেরার সব রাস্তা বন্ধ করেই আমরা আসতেছি।
ইনকিলাব জিন্দাবাদ।