মির্জা ফখরুলের বক্তব্যকালে পেছন থেকে জয় বাংলা স্লোগান দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড

রিউমর স্ক্যানার
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম
-67ab2758e7b9d.jpg)
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্য দেওয়ার সময়কালে পেছন থেকে এক কর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মির্জা ফখরুলের উক্ত বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে জয় বাংলা স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগানের অডিও যুক্ত করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বায়ান্ন টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত মূল ভিডিওটি পাওয়া যায়। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে ধারণ করা হয়েছিল, যেখানে মির্জা ফখরুল বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে একজন কর্মী উচ্চস্বরে “শেইম” বলে চিৎকার করলে মির্জা ফখরুল বক্তব্য থামিয়ে পেছনে তাকান এবং সেই ব্যক্তিকে সম্বোধন করেন। এই ঘটনাটি বিএনপির ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতেও স্পষ্টভাবে দেখা যায়। প্রচারিত ভিডিওটিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে “শেইম” শব্দটিকে “জয় বাংলা” স্লোগান দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।
পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পেছনে ফিরে সেই লোকটিকে চিহ্নিত করার চেষ্টা করেন এবং তাকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের ভক্ত বলে সম্বোধন করেন।
অর্থাৎ, সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পেছন থেকে কেউ ‘জয় বাংলা’ বলে স্লোগান দেয়নি।
পূর্বেও একই দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রিউমর স্ক্যানার এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।