যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠকে বিএনপি

ছবি: সংগৃহীত
যুগপৎ আন্দোলনের শরিকদ দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ সঙ্গী জাতীয় পার্টির (কাজী জাফর) সঙ্গে বৈঠকের মাধ্যমে ধারাবাহিক এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানান, জাতীয় পার্টির (কাজী জাফর) সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর জাতীয় পার্টির পক্ষে থেকে উপস্থিত আছেন চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার।
এরপর জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফতে ইসলামির সঙ্গে বৈঠকে হবে বলে জানান শায়রুল কবির।
বিএনপির সূত্র বলেছেন, বৈঠক আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানান ইস্যুতে করণীয় নিয়ে আলোচনা হবে।
এর আগে বিএনপির খেলাফত মজলিস সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এছাড়া ইসলামি আন্দোলন অফিসে গিয়ে বৈঠক করে আসে বিএনপির মহাসচিব।