জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমার-আপনার কিন্তু কোনো স্থান নেই: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:০২ পিএম

জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমার-আপনার কিন্তু কোনো স্থান নেই বলে নেতা-কর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আন্তর্জাতিক বা দেশীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচনে জয়ী হয়ে অন্য কেউ সরকার গঠন করলে বিএনপির জন্য ভালো হবে? সুতরাং বিভ্রান্তিকর কাজ থেকে দূরে থাকবেন।
তিনি আরও বলেন, দিন শেষে আপনাদের সাধারণ ভোটারের কাছেই যেতে হবে। দিন শেষে ওই জনগণ। জনগণের সমর্থন যদি পেতেই হয়, কেন জনগণের কাছে ভালোভাবে যাব না। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমার-আপনার কিন্তু কোনো স্থান নেই। সামনের নির্বাচন কিন্তু সহজ নয়।’
তিনি বলেন, ‘জনগণের সাথে না থাকলে কি হয় তা জনগণ দেখিয়ে দিয়েছি। সুতরাং জনগণ আমাদের শক্তি।’ জনগণের সাথে থাকতে এবং জনগণের পাশে থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, বিগত ১৬ বছরে বিএনপির কোনো ভালো খবর ছিল না পত্রিকায়। প্রতিদিন আমাদের নেতা-কর্মীরা অত্যাচারিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। আমাদের অনেক নেতা-কর্মী জেলের ভেতরে হাতকড়া পরা অবস্থায় মারা গেছেন। দেশনেত্রী থেকে শুরু করে দলের প্রতিটি কর্মীকে সম্মান দেওয়া হবে, তাদের আত্মত্যাগ কখনোই ভুলে যাবে না মানুষ।