মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম
ভোট ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গেলেই গণতন্ত্র সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার রাতে রাজধানীর শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, গণতন্ত্র মানে মতপ্রকাশ বা অধিকার প্রয়োগ। ভোটের মাধ্যমে মানুষ সেটা প্রকাশ করে থাকে। বাংলাদেশে বিভিন্ন দলের আদর্শের মধ্যে পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। তবে যে কোনো মূল্যে কথা বলার অধিকার থাকতে হবে। এ বিষয়ে দল-মত নির্বিশেষে ঐকমত্য থাকতে হবে। সেই সঙ্গে মানুষের ভোটদানের অধিকার নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা গণতন্ত্র ধ্বংসের রাহু থেকে মুক্ত থাকব। পাশাপাশি স্বৈরাচারমুক্ত পরিবেশ আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারব।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুই পর্বের অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। প্রথম পর্বে দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনী এবং শিশু-কিশোরদের নিয়ে জিয়াউর রহমান প্রসঙ্গে গল্প বলা অনুষ্ঠান হয়।
এ সময় অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের জীবনে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন, তাদের উৎসাহ ও অনুপ্রেরণা আমার মতো অনেক শিশু-কিশোরের জন্য পাথেয়। এ সময় তিনি জিয়াউর রহমানকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করেন।
আলোচনা সভায় মুক্তিযুদ্ধে সবার সঠিক ইতিহাস তুলে ধরলেই সবাই সঠিক ইতিহাস জানতে পারবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা তিনভাবে দেখতে পাই। যেটি ছিল সময়ের দাবি বা পরিস্থিতি। প্রথমত দেখছি একজন সৈনিক হিসাবে। একজন সৈনিকের প্রতিশ্রুতি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, মাটির প্রতি। দেশকে রক্ষা করা, দেশের মানুষকে রক্ষা করা, সার্বভৌমত্বকে রক্ষা করা। আমরা দেখেছি, যখন সময় এসেছে স্বাধীনতা রক্ষা করা বা স্বাধীনতা ছিনিয়ে আনার, শত্রুর কবল থেকে দেশের মাটিকে রক্ষা করার, সেই সময় জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করেছেন, উজ্জীবিত করেছেন মানুষকে মুক্তিযুদ্ধে এগিয়ে আসার জন্য। একজন সৈনিক হিসাবে যা দায়িত্ব তিনি তার সর্বোচ্চ দিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ স্বাধীন করেছেন।
তারেক রহমান বলেন, দ্বিতীয়ত একজন রাজনীতিবিদ হিসেবে দেশের মানুষের কাছে ছুটে গিয়েছেন। মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের সমস্যা জানতে চেয়েছেন। সমস্যার সমাধানও করেছেন। তিনি যে ১৯ দফা দিয়েছেন, তা দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। সব ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একটা পরিচয় দিয়েছেন আমরা বাংলাদেশি। যে পরিচয়ে আজ আমরা সমগ্র বিশ্বে পরিচিত। তিনি রাজনীতিবিদ হিসাবে সফল ছিলেন বলেই আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধরে রাখতে পেরেছি।