গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র
সংলাপে অংশ নেবেন বিএনপির এক প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আজ বিকেল ৪টায় সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হবে। এতে বিএনপির প্রতিনিধি হিসেবে দলটির একজন সদস্য অংশ নেবেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সংলাপে অংশ নিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশানের বাসা থেকে কিছু সময়ের মধ্যে রওনা করবেন।
তবে এর কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় অংশ গ্রহণ করা না করা নিয়ে বিএনপির এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলের শীর্ষ পর্যায়ে এই নিয়ে আলোচনা হচ্ছে।
সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বিএনপি সর্বদলীয় সভা যাবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কিভাবে অংশ গ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা চলছে। অপেক্ষা করুন।