ছাত্রীসংস্থা নিয়ে জামায়াত আমিরকে উদ্ধৃত করে কালের কন্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
রিউমর স্ক্যানার
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:২১ পিএম
সম্প্রতি, ‘জান্নাতের হুরদের চেয়েও সুন্দরী ছাত্রী সংস্থার নেত্রীরা’ শীর্ষক শিরোনামে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি যুক্ত করে জাতীয় দৈনিক কালের কন্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীের আমির ডা. শফিকুর রহমানের মন্তব্য দাবিতে কালের কন্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কন্ঠের লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷ এছাড়া, ডা. শফিকুর রহমানও ছাত্রী সংস্থা নিয়ে এমন কোনো মন্তব্য করেননি।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, এতে কালের কন্ঠের লোগো রয়েছে এবং আলোচিত ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ২২ সেপ্টেম্বর ২০২৪ উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে উক্ত তারিখের সূত্র ধরে কালের কন্ঠের অফিশিয়াল ফেসবুক পেজে অনুসন্ধান করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কালের কন্ঠের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
তাছাড়া, কালের কন্ঠ কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডের অমিল পরিলক্ষিত হয়েছে। সাধারণত কালেরকণ্ঠের ফটোকার্ডে ওপরের ডান পাশে গণমাধ্যমটির লোগো ব্যবহার করা হয়। কিন্তু আলোচিত ফটোকার্ডে গণমাধ্যমটির লোগো ব্যবহার করা হয়েছে নিচের পাশে।
অর্থাৎ, কালের কন্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমেও ডা. শফিকুর রহমানের এমন মন্তব্য সম্বলিত সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, শফিকুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।
সুতরাং, ছাত্রীসংস্থা নিয়ে জামায়াত আমিরকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি মিথ্যা এবং কালের কন্ঠ এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।