মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না: আমীর খসরু
![Icon](https://banglaoutlook.org/uploads/settings/bo-iconicon-2-1719757003.png)
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম
![মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না: আমীর খসরু](https://banglaoutlook.org/uploads/2025/01/online/photos/amir-(1)-67811cc345c51.jpg)
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার দীর্ঘ ১৬ বছর পর দেশে ফেরা বিএনপির অঙ্গসংগঠনের ৭ নেতা-কর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার আশা করছেন, ওই আশা জীবনেও পূরণ হবে না। বিএনপি আজ অনেক শক্তিশালী দল। আর দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে একটি প্রথম সংস্কার।’
আমীর খসরু বলেন, ‘গণতন্ত্র ফেরাতে দেশে নির্বাচনের বিকল্প নেই। আন্দোলন একদিনে হয়নি। আজ যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনের অংশ। বিদেশে বসেও ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছেন তারা।’