Logo
Logo
×

রাজনীতি

হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে জনগণ ইতিবাচকভাবে নেয়নি: রিজভী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম

হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে জনগণ ইতিবাচকভাবে নেয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। প্রতিবেশী দেশকে বুঝতে হবে শেখ হাসিনা শিশু, কিশোর, যুবসমাজ, রিকশাচালক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের হত্যাকারী। একটি গণতান্ত্রিক দেশ কীভাবে ওই খুনিকে আশ্রয় দিতে পারে, তার ভিসার মেয়াদ বাড়াতে পারে? বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা তা আমরা জানি না

আজ বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ শাহরিয়ার খান আনাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সময় নিহত গেন্ডারিয়া আদর্শ স্কুলের দশম শ্রেণির ছাত্র আনাসের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন রিজভীসহ আমরা বিএনপি পরিবারের সদস্যরা।

তিনি অভিযোগ করেন, ‘বাংলাদেশিদের দেশপ্রেম, জাতীয়তাবাদ ও অর্জন বুঝতে না পেরে ভারত তার আধিপত্য ও আগ্রাসী মনোভাব প্রদর্শন করছে। তারা রক্তের বিনিময়ে আমাদের অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্রকে ক্ষুণ্ন করার জন্য এটা করছে।’

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ ভারত সরকার বাড়িয়েছে বলে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খবরে প্রকাশিত হয়।

গত ২৩ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি নোট ভারবালের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের আনুষ্ঠানিক অনুরোধ জানানোর পর এ পদক্ষেপ নেওয়া হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন