Logo
Logo
×

রাজনীতি

বিএনপি নেতা এসএ খালেক আর নেই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫২ পিএম

বিএনপি নেতা এসএ খালেক আর নেই

বিএনপির সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এস এ খালেক

বিএনপির সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এস এ খালেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার বেলা ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ইন্তেকাল করেন তিনি। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

শায়রুল কবির জানান, এসএ খালেক দীর্ঘদিন যাবত জটিল নানান রোগে আক্রান্ত ছিলেন। গত বুধবার ইউনাইটেড হাসপাতাল জরুরি ভিত্তিতে তাকে ভর্তি করা হয়েছিল। শনিবার রাতে ভেন্টিলেটর দেওয়া হয়েছিল।

শায়রুল কবির আরও জানান, সোমবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বেলা ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মরহুমকে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন