Logo
Logo
×

রাজনীতি

'নোয়াখালী অঞ্চলকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিলেন ওবায়দুল কাদের'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:৫১ পিএম

'নোয়াখালী অঞ্চলকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিলেন ওবায়দুল কাদের'

ওবায়দুল কাদের ও তার ভাই মির্জা কাদের নোয়াখালী জনপদকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল বলে দাবি করেছেন বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স এবং মেট্রোহোমসের চেয়ারম্যান ফখরুল ইসলাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন তিনি। এদিন চরপার্বতী ইউনিয়নের কদমতলা এলাকায় ৫ শতাধিক অসহায় লোকজনের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, ‘ওবায়দুল কাদের যাকে সারাদেশের মানুষ কাউয়া কাদের নামে চেনেন। সে ও তার ছোট ভাই দুর্ধষ সন্ত্রাসী কাদের মির্জার অত্যাচারে এ জনপদের মানুষ কেমন ছিল, আপনারা জানেন। এ অঞ্চল ছিল সন্ত্রাসের জনপদ। এ অঞ্চলে তাদের অত্যাচারে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’

ফখরুল ইসলাম বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা দলের দুঃসময়ে ছিল না, মামলা হামলায় ছিল না— এখন দেখি তারা দলের জন্য শীতের অতিথি পাখির মতো মায়াকান্না করতে আসে। যারা দুঃসময়ের পরিক্ষিত তাদের সাথে আমরা আছি। যে লুটেরা দলের নাম বিক্রি করে চাঁদাবাজি,  টেন্ডারবাজি, চাকুরি বাণিজ্য করবে আমি মনে করি তাদের সাথে আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য নেই। স্বৈরাচারীরা যা করেছে, কাদের মির্জারা যা করেছে, আমাদের দলের কেউ তা যেনো না করতে পারে।’

ফখরুল ইসলাম বলেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদের যেমন আমরা শ্রদ্ধা করি, যারা খারাপ কাজ করবে তাদের আমরা ঘৃণা করি। এ খারাপ কাজ করা লোকদের পুলিশে ধরিয়ে দিন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন