শিবিরের কাউন্সিল 'পাতানো ও নাটকপূর্ণ': ছাত্রদলের সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৬:১১ পিএম

ইসলামী ছাত্রশিবিরের কাউন্সিল 'পাতানো এবং নাটকপূর্ণ' বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
তিনি বলেন, কাউন্সিলে "কারা নেতৃত্বে যাবে সেটি পূর্বনির্ধারিত ছিল।"
আজ ১ জানুয়ারি (বুধবার) জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শিবিরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না। তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সবসময় হয় আপনারা দেখেছেন।
গতকাল মঙ্গলবার প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাহিদুল ইসলাম সভাপতি এবং নুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।
উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর অনেকটা মুখোমুখি অবস্থানে দেখা গেছে ছাত্রদল এবং ছাত্রশিবিরকে। দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।