বিএনপি-জামায়াতকে নিয়ে কুৎসা ছড়ানো ভুয়া পোর্টাল যেভাবে দুপক্ষের প্রোপাগান্ডার অস্ত্র হয়ে উঠলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৩:১৫ পিএম
গত ২৪ ডিসেম্বর Department of Politics: Republic of Bangladesh নামের একটি পেজ থেকে “শিবির নেতার বিরুদ্ধে গরুকে ধর্ষণের অভিযোগ!” শিরোনামে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। সূত্র হিসেবে মন্তব্যের ঘরে অপরাধকন্ঠ নামের একটি ওয়ার্ডপ্রেস পোর্টালের লিংক দেওয়া হয়।
ওই ৩টি পেজের সাম্প্রতিক কন্টেন্ট বিশ্লেষণ করে দেখা যায়, অধিকাংশ পোস্টই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও জামায়াত-শিবিরের বিরোধিতা করে দেওয়া। একই সাথে পেজগুলোকে বিএনপি ও ছাত্রদলের পক্ষ নিতে দেখা যায়। পেজগুলোতে পোস্ট করা শিবির নেতাকে নিয়ে বানানো ফটোকার্ডটি বিএনপি সমর্থক বিভিন্ন আইডি থেকে পুনরায় পোস্ট ও শেয়ার হতে দেখা যায়।
ফটোকার্ডটি যখন ছড়িয়ে পড়ে তখন এটিকে প্রত্যুত্তর করতে সরব হয় জামায়াত-শিবিরের সমর্থনকারী বিভিন্ন পেজ ও আইডি। তবে সেটি একই অপরাধকন্ঠ নামক পোর্টালটির বিএনপির বিরুদ্ধে তৈরি করা বিভিন্ন কুৎসামূলক কন্টেন্ট দিয়ে।
অপরাধকন্ঠ নামক পোর্টালটিতে লেখা রয়েছে এটি অপরাধ বিষয়ক একটি জাতীয় সাপ্তাহিক। তবে পোর্টালটিতে প্রকাশিত কন্টেন্ট বিশ্লেষণ করে দেখা যায় এগুলোর ধরণ অশ্লীল ও রগরগে এবং অধিকাংশই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আজগুবি ও কুৎসামূলক প্রোপাগান্ডা। পোর্টালটি ২০১৩ সাল থেকে এসব কুৎসামূলক কন্টেন্ট প্রকাশ করে আসছে।
বিভিন্ন সময় আওয়ামী লীগের সমর্থক ও সিপি গ্যাংগ সদস্যদের এসব কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে দেখা গিয়েছে। তবে এখন বিএনপি-জামায়াত সমর্থকরা একে-অপরকে ঘায়েল করার জন্য ভুয়া পোর্টালটির এসব কুৎসামূলক কন্টেন্টকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।
সূত্র: ফ্যাক্ট অর ফলস