Logo
Logo
×

রাজনীতি

শিবির নেতা নয়, চাঁদাবাজি করতে গিয়ে বরিশালে ছাত্রদল নেতা আটক হয়েছিলেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ পিএম

শিবির নেতা নয়, চাঁদাবাজি করতে গিয়ে বরিশালে ছাত্রদল নেতা আটক হয়েছিলেন

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রশিবির নেতা আটক হয়েছেন- এমন একটি সূত্রহীন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে ব্যাপকভাবে। তবে গণমাধ্যমে এমন কোনো খবরের অস্তিত্ব পাওয়া যায়নি। বরং ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশালে একজন ছাত্রদল নেতা ও পুলিশের একজন এসআই আটকের খবর গণমাধ্যমে পাওয়া যায়।

সূত্রহীন দাবিটি প্রথমে ছড়ায় Dailytimes24.com নামের একটি পেজ থেকে। তবে এর স্বপক্ষে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। পোস্টটি প্রায় ৫ হাজার বারের মতো শেয়ার হয়েছে পেজটির বর্ণনায় এটিকে বাংলাদেশের প্রথম ইসলামী ঘরানার অনলাইন পত্রিকা হিসেবে উল্লেখ করা থাকলেও এই নামের কোনো ওয়েবসাইটের অস্তিত্ব পাওয়া যায়নি।


দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য কী ওয়ার্ড সার্চ পদ্ধতিতে গুগলে অনুসন্ধান চালালে অনুরূপ দাবির খবর কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি। তবে গত ২২ ডিসেম্বর বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের একজন এসআই ও এক ছাত্রদল নেতার আটকের খবর পাওয়া যায়। এনিয়ে খবর প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন, ঢাকা টাইমস, বরিশালের স্থানীয় পোর্টাল বরিশাল সংবাদ ও বরিশাল ক্রাইম নিউজ।


গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, গত ২২ ডিসেম্বর বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় জুয়ার আসর থেকে গোয়েন্দা  পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি রাসেল আকন ও বরিশালের কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) রেদোয়ান জনতার হাতে আটক হন।


গত ২২ ডিসেম্বর রাতে বাবুগঞ্জের চন্দ্রপাড়া গ্রামের একটি ঘরে জুয়া খেলা চলছিল। বিষয়টি জানতে পেরে তারা সেখানে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এরপর জুয়া খেলা ৫ জনের টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয়। ওই গ্রাম থেকে কে বা কারা বিমানবন্দর থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। তখন ওসি তাদের নিশ্চিত করেন এ ধরনের কোনো টিম সেখানে যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর গ্রামবাসী একত্রিত হয়ে ওই দুজনকে আটকে পুলিশে সোপর্দ করে।

সূত্র: ফ্যাক্ট অর ফলস

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন