আ.লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এখনো কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। আমরা বলতে চাই, গণহত্যার পরে আওয়ামী লীগের কারো আর রাজনীতি করার অধিকার নেই। তাদের নিষিদ্ধ করতে হবে।
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
রাশেদ খান আরও বলেন, আগে যেখানেই আলেম-ওলামারা সমাবেশ করত, ওয়াজ মাহফিলের আয়োজন করত আওয়ামী লীগের গা জ্বলত। আমরা দেখেছি কীভাবে ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের মানুষের ওপরে নির্যাতন চালিয়েছে। আজকে জাতীয় ঐক্যের জন্য আমরা একত্রিত হয়েছি। গণ-অভ্যুত্থানে আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়ীতে প্রতিরোধ গড়ে তুলেছিল।