Logo
Logo
×

রাজনীতি

মানবিক জাতি গঠনে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

Icon

ইউএনবি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

মানবিক জাতি গঠনে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সমাজের উন্নয়নে চিকিৎসকদেরকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি মানবিক জাতি গঠনের ক্ষমতা সবচেয়ে বেশি রয়েছে চিকিৎসকদের। আজ বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় চিকিৎসক সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, 'চিকিৎসকরা চাইলে একটি মানবিক জাতি গঠন করতে পারেন।’

শফিকুর রহমান আদর্শ সমাজ বিনির্মাণে নেতৃত্ব দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ হলো দেশের অভ্যন্তরীণ বৈষম্য দূর করা।

তিনি আরও বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে সব ধরনের বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই জাতি এগিয়ে যাবে।’

জাতীয় পরিবর্তনের বৃহত্তর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন,‘বাংলাদেশে সত্যিকারের পরিবর্তনের ঢেউ লেগেছে। এই পরিবর্তন ধরে রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি উল্লেখ করেন, এই পরিবর্তনগুলো এমন একটি সমাজ তৈরির জন্য প্রয়োজনীয়, যা প্রত্যেকের উপকার করে, বিশেষত প্রান্তিকদের।

শফিকুর রহমান চিকিৎসা গবেষণার ওপর গুরুত্বারোপ করে একটি মানবিক রাষ্ট্র গঠনে দৃষ্টান্ত স্থাপনে চিকিৎসকদের উন্নত গবেষণা পরিচালনার আহ্বান জানান। ‘স্বাস্থ্যসেবা একটি মানবিক জাতি গঠনের মডেল হতে পারে।, তাই চিকিৎসকদের গবেষণা এবং উদ্ভাবনকে অগ্রাধিকার দেওয়া উচিত।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন