শেখ হাসিনা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। প্রচার করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর নির্যাতন করা হচ্ছে। যা সত্য নয়। প্রকৃত পক্ষে বাংলাদেশে যে সম্প্রীতি আছে তা ভারতেও নেই। বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার শিবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৫ বছর অত্যাচার, নির্যাতন সহ্য করে বিএনপি একটি পরিবেশ তৈরি করেছে। ছাত্ররা সাহস করে রুখে দাঁড়িয়েছে যার কারণে শেখ হাসিনা পালিয়ে গেছে। যার জন্য ছাত্রদের ধন্যবাদ জানায়। সর্ব সাধারণকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আমরা দিন শেষে শান্তিতে ঘুমাতে চাই। ৫ আগস্ট পরিবর্তনের জন্য সবাই যেমন একত্রিত হয়েছিলেন প্রয়োজনে আবার মাঠে নামতে হবে নিজেদের অধিকার আদায়ের জন্য।
তিনি বলেন, এদেশে কোনো চাঁদাবাজের ঠায় হবে না, দখলদারদের প্রয়োজনে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা বোঝে আমি যেন আমরা ভোটটা দিতে পারি। আমার দেশে যেন শান্তি থাকে, জিনিসপত্রে দাম যেন কম হয়, মারামারি-চুরি-ডাকাতি যেন না হয়।