Logo
Logo
×

রাজনীতি

শিক্ষার্থীদের রাজনৈতিক দলের নাম এখনও ঠিক হয়নি: জাতীয় নাগরিক কমিটি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম

শিক্ষার্থীদের রাজনৈতিক দলের নাম এখনও ঠিক হয়নি: জাতীয় নাগরিক কমিটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির অনাগত রাজনৈতিক দল আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এই দলের নামও প্রকাশ করা হয়েছে। তবে দলের নাম এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার বিকেলে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।

আরও বলা হয়, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত আমাদের মাঝে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন