Logo
Logo
×

রাজনীতি

দেশ যেকোনো সময় অস্থিতিশীল হতে পারে: জি এম কাদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পিএম

দেশ যেকোনো সময় অস্থিতিশীল হতে পারে: জি এম কাদের

আজ মঙ্গলবার দুপুরে বনানীতে জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা সভায় বক্তব্য দেন জি এম কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, পুলিশ, প্রশাসন ও জুডিশিয়ারি- তারা যেসকল কাজ করছে তা মনে হচ্ছে বাধ্য হয়ে করছে। কাজেই দেশকে শুধু দুভাগে ভাগ করা হয়নি; এক ভাগকে আরেক ভাগের উপর লেলিয়ে দেওয়া হয়েছে। সংঘাতপূর্ণ আবহাওয়া সৃষ্টি করা হয়েছে। সংঘাতময় আবহাওয়ায় অর্ধেক লোক একপাশে, আরেকভাগ অপর পাশে। 

আজ মঙ্গলবার দুপুরে বনানীতে জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই বিভাজন আপনি যদি ধরে রাখতে চান, আপনি ধরে রাখেন। এটা ২-৪ দিন, ১০ দিন, একবছর। এটাতে দেশে কখনোই স্থিতিময় পরিবেশ আসবে না। যেকোনো সময় স্থিতিশীলতা ভেঙে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে।

জি এম কাদের বলেন, আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছি, সারা দেশের মানুষকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটি ভাগকে বলা হচ্ছে দেশপ্রিয়, আরেকটি ভাগকে বলা হচ্ছে দেশপ্রেমিক নয় বা দেশদ্রোহী। এটাকে এভাবে বিভাজিত করছে যে, আওয়ামী লীগ সরকারের সময় যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে- তারা দেশ প্রেমিক। এদের সংখ্যা কম নয়, অর্ধেকের কাছাকাছি হতে পারে। বাকি যারা নির্যাতিত হননি- তারা দেশপ্রেমিক নন; আর যারা পুরস্কৃত হয়েছেন- তারা দেশদ্রোহী।

রাজনৈতিক পটপরিবর্তনের পরের পরিস্থিতি তুলে ধরতে গিয়ে জি এম কাদের বলেন, দেশ প্রেমিকদের ফ্রিহ্যান্ড লাইসেন্স দেওয়া হয়েছে, যেকোনো ধরনের মিথ্যা মামলা, ব্যক্তিগতভাবে তাদের গালাগালি করা, অ্যাসল্ট করা, বাড়ি-ঘরে আক্রমণ করা, লুটতরাজ করা। তাদের সহায় সম্পত্তি দখল করা, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, মিল-ফ্যাক্টরিতে আগুন দেওয়া, তাদের পার্টি অফিসে আগুন দেওয়া, তাদের কোনো রকম কাজ করতে না দেওয়া।

জি এম কাদের বলেন, উপদেষ্টাদের মধ্যে অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের অনেকে সৎ- দেশের জন্য কাজ করছেন। কিন্তু একটি অদৃশ্য শক্তি তাদের কাজের মধ্যে থাকছে। মনে হচ্ছে- তারা একরকম কাজ করছে, হচ্ছে আরেক রকম।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন