Logo
Logo
×

রাজনীতি

'ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

'ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট'

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী নবীন দলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই মন্তব্য করেন।

ভারতকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং ষড়যন্ত্রে সাহায্যও করছেন। বাংলাদেশের মানুষ গরিব হতে পারে, আপনার কারণে অর্থনৈতিক দুর্বল হতে পারে। কিন্তু একবার আসেন, আমরা লাগবে না, আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট আপনাকে (ভারত) প্রতিহত করতে।সেজন্য কথাবার্তা একটু ভালো করে বলা দরকার। 

বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা ভারতকে উদ্দেশ করে বলেন, দয়া করে ভালো হয়ে যান। বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না। ড. ইউনূস বলেই দিয়েছেন পাশেই সেভেন সিস্টার। আমরা মাথা ঘামাতে চাই না। আমার দেশ একটি স্বাধীন দেশ। আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই। কারও হস্তক্ষেপ কামনা করি না।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ভারত কী চায়? এখনতো শেখ হাসিনা নেই। শেখ হাসিনার কিছু প্রেতাত্মা থাকলেও তার দলতো এখন শাসন করছে না। তাহলে ভয় কিসের। গতকালকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ করেছে, যে-ই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে, জাতীয় পতাকাকে ছিড়ে ফেলেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, মমতাকে মনে করেছি তিনি খাঁটি গণতান্ত্রিক। কিন্তু তার কথাবার্তা এবং আচরণে আমার মনে হচ্ছে তিনি শেখ হাসিনার পক্ষে কথা বলার চেষ্টা করছেন। আপনিও দিল্লির দ্বারা নিষ্পেষিত। দয়া করে আপনি আমাদেরকে নিষ্পেষিত করার ষড়যন্ত্রে হাত রাখবেন না। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন