Logo
Logo
×

রাজনীতি

দেশের এক ইঞ্চি জমিও কাউকে ছাড় দেব না: জামায়াত আমির

Icon

ইউএনবি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম

দেশের এক ইঞ্চি জমিও কাউকে ছাড় দেব না: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

সংখ্যালঘু (মাইনরিটি) শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। এছাড়া কোনো রকম আগ্রাসনও আমরা সহ্য করব না।

ডা. শফিকুর রহমান বলেন, পেশিশক্তিমুক্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। সেজন্য সংস্কারের গতি বাড়াতে হবে। অতি দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে।

পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাদের হত্যার বিচার হয়নি। তাই পিলখানা হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মুহাম্মদ মাছুম, আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আবদুর রব, মো. মোবারক হোসাইন, চাকসুর সাবেক ভিপি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আইনজীবী জসীম উদ্দিন সরকার প্রমুখ।

সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মাছুম মিয়ার পিতা মুহাম্মদ শাহীন মিয়া।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন