Logo
Logo
×

রাজনীতি

জাতীয় সরকার গঠন ও সভা-সমাবেশ নিষিদ্ধের প্রস্তাব নূরের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:১০ পিএম

জাতীয় সরকার গঠন ও সভা-সমাবেশ নিষিদ্ধের প্রস্তাব নূরের

সংলাপে দেশে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং ৬ মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধের প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরল হক নূর। আজ বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সংলাপের পর সাংবাদিকদের এ কথা জানান নূর।  

নুরল হক নূর বলেন, ‘আমরা মনে করি সামনে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। এগুলো মোকাবিলায় আমাদের প্রস্তাব ছিল রাজনৈতিক দলগুলোর অংশীজনদের নিয়ে আগামী দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী ৬ মাসের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা। একই সঙ্গে ঐক্যবদ্ধতার প্রতিফলন হিসেবে জাতীয় পতাকা অথবা শান্তির পতাকা নিয়ে কমসূচি পালন করা।’

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এই সরকার একটি সর্বদলীয় সভা করেছে, তা বাংলাদেশের রাজনীতিতে দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ভারতের মিডিয়ায় যে সংঘবদ্ধ অপ্রচার আমরা দেখতে পাচ্ছি এটি মোকাবিলায় বাংলাদেশের জনগণ, মিডিয়া, বিদেশি আমাদের যেসব ভাই-বোনেরা আছে সবাইকে নিয়ে অপ্রচার ও প্রপাগাণ্ডার বিরুদ্ধে অভিযোগ করার জন্য আলোচনা হয়েছে। 

নুরল হক নূর বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও পতাকা পোড়ানো ভারত সরকারের অবস্থান কিনা তা জানতে আমাদের সরকার ব্যাখা চাইবে। যদি ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় তাহলে সরকার ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সে ধরনের অ্যাপ্রোচ হবে। যদি তারা এ ধরনের অপ্রোচ না দেখায় এ মুহূর্তে বাংলাদেশের যারা মিত্র তাদের সঙ্গে নিয়ে কমকৌশল ঠিক করা হবে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন