Logo
Logo
×

রাজনীতি

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা আব্বাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা আব্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই দেশে ফিরে আসছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে সদ্যই খালাস পেয়েছেন। এর পরপরই তার দেশে ফিরে আসার ব্যাপারে এমন উক্তি করলেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, বিজয়ের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই। সেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে।

আওয়ামী সরকারের আমলে নির্যাতনের চিত্র তুলে ধরে মির্জা আব্বাস বলেন, এখনো আমাদের কোর্টে যেতে হয়। কোর্টের বারান্দায় ঘুরতে হবে। ইনশা আল্লাহ, সঠিক সময়ে আমরা ন্যায় বিচার পাব। আমার এমন কোনো বছর নাই যে বছর জেলে যাই নাই।

ভারতীয় নেতাদের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, “তারা বলে যে ‘বাংলাদেশকে আমরা স্বাধীন করে দিয়েছি’। ভারত আমাদের দেশকে স্বাধীন করে দেয়নি। আমরা বলি, আমরাই বাংলাদেশকে স্বাধীন করেছি, বরঞ্চ তোমরা (ভারত) পাকিস্তানকে ভাগ করেছিলে। তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়।”

ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, তারা বলেছে, দু’টি হিন্দু রাষ্ট্র বানাতে চায়। এমনি বলে, ‘চট্টগ্রাম দখল করতে চায়’। সবাই বলে বাংলাদেশ ছোট, গরিব দেশ। কিন্তু আমি মনে করি বাংলাদেশ উদার ও অনেক শক্তিশালী দেশ। ভারতকে একটা কথা মনে রাখতে, আমাদের সোলজার কম। আমি তাদের ভাবতে বলব, আমরা একাত্তর সালে ট্রেনিং ছাড়া যুদ্ধ করেছি। ২৪’ সালে হাসিনার পতনেও আমরা, আমাদের ছেলে-মেয়েরা বিনা অস্ত্রে যুদ্ধ করেছি। বাংলাদেশে ২০ কোটি লোক কিন্তু সোলজার। যদি আজকে বাংলাদেশ দখল করতে হয়, তাহলে ২০ কোটি লোকের রক্ত পাড়া দিয়ে দেশ দখল করতে হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন