Logo
Logo
×

রাজনীতি

সুবর্ণা মুস্তাফাকে বিদেশে যেতে বাধা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম

সুবর্ণা মুস্তাফাকে বিদেশে যেতে বাধা

সুবর্ণা মুস্তাফা

অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। আজ শনিবার দেশের বাইরে যাওয়ার সময় তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। দুপরে বিমানবন্দর দিয়ে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাঁকে দেশের বাইরে যেতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ। তবে তাঁকে আটক করা হয়নি।

সুবর্ণা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন দীর্ঘ দিন ধরেই। তিনি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন-৪-এ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন। অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হন সুবর্ণা মুস্তাফা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন