'রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে হামলার ঘটনায় জামায়াতকে অবস্থান পরিষ্কার করতে হবে'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর অবস্থান পরিষ্কার করার দাবি জানানো হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২৯ নভেম্বর কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দলের কৃষক সমাবেশে পুলিশের ছত্রছায়ায় হামলা করে জামায়াত। এ হামলায় আহত হয়েছেন দলের ন্যায়পাল, নির্বাহী কমিটির সদস্য, রংপুর বিভাগীয় সমন্বয়ক এবং শহীদ আবু সাঈদ হত্যা মামলার প্রধান উকিল রায়হান কবীর, অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ট্রাস্টি নাহিদ হাসান নলেজ, বিশেষ অতিথি ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, স্থানীয় সংগঠক সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিনুসহ কয়েকজন।
সংবাদ সম্মেলনে দলের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, যে সময় দেশের প্রয়োজন ছিল গণঐক্য নিশ্চিত করে সংস্কারের পথে এগিয়ে যাওয়া, সে সময় পরিকল্পিতভাবে প্রশাসন ও পুলিশের ছত্রছায়ায় জামায়াতের নেতা-কর্মীদের এই হামলা ভিন্ন বার্তা দেয়। নিশ্চিতভাবে পরিচয় জানার পরও শহীদ আবু সাঈদ হত্যা মামলার প্রধান অ্যাডভোকেট রায়হান কবীরের ওপর হামলা ২৪-এর গণ-অভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থি।
তিনি আরও বলেন, এই হামলার মাধ্যমে যে দাবিগুলোতে এই সমাবেশ, কৃষকের ন্যায্য দাবিগুলোর বিপক্ষে দাঁড়িয়েছে স্থানীয় জামায়াত, পুলিশ ও প্রশাসন। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মুক্তাঞ্চল রৌমারীকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে যে সমাবেশ, সেখানে হামলা জামায়াতের মুক্তিযুদ্ধ নিয়ে যে ৭১ সালের অবস্থান, তারই ধারাবাহিকতা।
এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। তদন্ত না করে স্থানীয় ওসি ও ইউএনও মিডিয়ায় একটি অবস্থান গ্রহণ করে স্টেটমেন্ট দেওয়া তাদের দায়িত্বের বরখেলাপ। সেজন্য অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। এবং অবশ্যই সামগ্রিক হামলার বিষয়ে জামায়াতকে অবস্থান পরিষ্কার করতে হবে প্রেস কনফারেন্স থেকে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি আহমেদ ইসহাক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির সদস্য সোহেল শিকদার, মাহবুবুর রহমান সেলিম, ঢাকা দক্ষিণ মহানগর কমিটির দপ্তর সমন্বয়ক এহসান আহমেদ, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সদস্য মো. মহসিন প্রমুখ।