Logo
Logo
×

রাজনীতি

মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম

মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা ২টা ২৫ মিনিটে তার নিজ বাসভবন ফিরোজা থেকে দূতাবাসে যান তিনি। এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, বেলা ২টা ২৫ মিনিটের দিকে বেগম খালেদা জিয়া তার বাসা থেকে বের হন। এরপর তিনি মার্কিন দূতাবাসে যান। তবে তিনি কেন সেখানে গিয়েছেন, তা বলতে পারছি না।

তবে একটি সূত্র জানায়, আমারিকার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে দূতাবাসে গেছেন। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন