Logo
Logo
×

রাজনীতি

এই সরকার ব্যর্থ হলে আমরা আবার অন্ধকারে চলে যাব: মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম

এই সরকার ব্যর্থ হলে আমরা আবার অন্ধকারে চলে যাব: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের শত্রুরা, যারা সামনে থেকে চলে গেছে, কিন্তু পেছনে থেকে এ দেশকে আবার অস্থিতিশীল করে তুলছে। আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল লেক শোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তাধারা নিয়ে সাংবাদিক, লেখক ও গবেষক মোহাম্মদ জয়নাল আবেদীনের লেখা ‘তারেক রহমান: পলিটিকস অ্যান্ড পলিসিস-কনটেমপোরারি বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচি বলেন, ‘একটু ধৈর্য ধরতে হবে। এই সরকারকে সহযোগিতা করতে হবে। কারণ এই সরকার ব্যর্থ হলে অভ্যুত্থান ব্যর্থ হবে, বিপ্লব ব্যর্থ হবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। এই বিষয়গুলো নিয়ে ইতিবাচক চিন্তা করা প্রয়োজন।’

এ সময় গণমাধ্যমের ওপর হামলায় উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীন মতামত প্রকাশের জন্য আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। আজকে যখন আমরা দেখছি কিছু সংখ্যক হঠকারী, কিছু সংখ্যক উসকানিদাতা, তারা বিভিন্নভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করার চেষ্টা করছে, এটা কোনোমতেই সচেতন ও দেশপ্রেমিক মানুষের মেনে নেওয়া উচিত নয়। আমি সবাইকে আহ্বান জানাব, দয়া করে এই আত্মহননের কাজ থেকে সরে আসুন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন